স্টাফ রিপোর্টারঃ শুক্রবার বিকেলে বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর আয়োজনে – রংপুর জেলার গঙ্গাচড়া, পুটিমারী বিদ্যালয় মাঠে’বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ বেতগাড়ী শাখা সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সম্পাদক অঞ্জলিকা সাহিত্য পত্র ও বিশিষ্ট কবি দিলরুবা শাহাদৎ।

বিশেষ অতিথি ছিলেন মাইকেল মধুসূধন একাডেমির মহাপরিচালক কবি সন্তোষ কুমার দত্ত, চলচ্চিত্র পরিচালক রোপ আক্তার আহমদ(ভারত), এটিএন বাংলার ব্যুরো প্রধান মাহবুবুল ইসলাম, রংপুর মেডিক্যাল কলেজের প্রভাষক ডাঃ বিপ্লব চন্দ্র সরকার, ব্যবস্থাপক তিতাস চন্দ্র গোস্বামী, শরীফুল ইসলাম ভেলু, নিক্ষিল চন্দ্র রায়, সংগঠক ও কলামিস্ট শাহ্আলম, কবি ও ছড়াকার মতিয়ার রহমান, বক্তব্য রাখেন কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমির সভাপতি পবিত্র মহন্ত জীবন।

প্রধান আলোচক ছিলেন প্রবন্ধিক ও সাহিত্যিক কবি রেজাউল করিম, রংপুর।উপস্থিত ছিলেন কবি ও সসাংবাদিক শাহ্ আলম, রংপুর বিভাগীয় লেখক পরিষদ সভাপতি জাকির আহমদ, নরেশ চন্দ্র রায়, কবিতা পাঠে অংশ নেন সাফল্য আবুল কাশেম, কবি বাদল রহমান, এস এম শহীদুল আলম, কবি আব্দুর গফফার, কবি সন্তোষ কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সঙ্গীতশিল্পী নদীয়া কিশোর রায়। বছর যারা বাংলাদেশ কাব্যচন্দ্রিকা পুরষ্কার পেলেন- “আজীবন সম্মাননা পেলেন কবি দিলরুবা শাহাদৎ, “কাব্যচাষী’ উপাধি পেলেন কবি সন্তোষ কুমার দত্ত, “বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার” কবি প্রিন্স আশরাফ, নাহিদা ইয়াসমিন, কবি আদিল ফকির, এস এম সাথী বেগম , রুমকি আনোয়ার। “কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পুরস্কার” কবি হাই হাফিজ, শশধর চন্দ্র রায়, আনোয়ারুল হক নূরী, এস এম সাদেকুল ইসলাম।

“কাব্যচন্দ্রিকা একাডেমী পুরস্কার” “কবি বাদল রহমান , কবি আবুল কাশেম, রোপ আক্তার আহমেদ, কবি সোমের কৌমুদী, তৈয়বুর রহমান বাবু, আবুহেনা রাব্বী, মাহফুজার রহমান মণ্ডল। উল্লেখ্য, গত বছর সাহিত্যে অবদান রাখায় কাব্যচন্দ্রিকা সাহিত্য পদক প্রদান করেন বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী, রংপুর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে