Bangobondhu-Khaleda

বিডি নীয়ালা নিউজ(১৯ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধসহ দেশের জন্য যারা অবদান রেখেছেন সে সব জাতীয় নেতাদের স্মরণ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিলে বক্তব্য দেয়ার শুরুতেই জাতীয় নেতাদের স্মরণ করেন ৩বারের সাবেক এ প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে খালেদা জিয়া শেরে বাংলা একে ফজলুল হকের নাম নেয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের স্মরণ করে বলেন, ‘তাদের আত্মত্যাগের কারণেই দেশের স্বাধীনতা যুদ্ধ ত্বরান্বিত হয়।’

এসময় তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ১০টা ৪৫মিনিটে কাউন্সিলস্থলে আসেন ৩বারের সাবেক এ প্রধানমন্ত্রী। ১০টা ৫০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।

খালেদা জিয়া ছাড়াও কাউন্সিলে বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বদরুদোজ্জা চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে