imgkhaleda-zia

বিডি নীয়ালা নিউজ(১৭ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদির সাক্ষ্য পুনরায় গ্রহণ এবং তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১৭ এপ্রিল) ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

বেলা সাড়ে ১০টার দিকে আদালতে কার্যক্রমের শুরুতে আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলায় বাদির সাক্ষ্য পুনরায় গ্রহণ এবং তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার পৃথক আবেদন জানান।

প্রথমে মামলায় বাদির সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদনের ওপর শুনানি হয়। বিবাদি ও বাদিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আবেদনের ওপর শুনানি হয়। দু’পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে বিচারক এ আবেদনও নামঞ্জুর করেন।

দুই আবেদন নামঞ্জুর করে এ মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য করেন বিচারক আবু আহমেদ জমাদার।

উল্লেখ্য, দুর্নীতি অভিযোগে দায়ের এ মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে