khaleda-zia

বিডি নীয়ালা নিউজ(২ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপার্সন পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, চেয়ারপার্সনের নির্বাচনী এজেন্ট হিসেবে রুহুল কবির রিজভীকে লিখিতভাবে মনোনীত করেন খালেদা জিয়া। তিনি মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। তবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এখনও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

১৯ মার্চ দলটির শীর্ষ এ দুই পদে নির্বাচন হবে।

আগামী ৪ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে