মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে মিলন মন্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মিলন মন্ডল ঐ উপজেলার ইকর গাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের বড় ভাই বাবু মন্ডল জানান, বাড়ি ভিটার ১ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী আব্দুল কাদের শহিদুল ও আফজাল হোসেন সহ ৬ জনের সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস হলেও তাতে আপস হয়নি।

সর্বশেষ সোমবার ৩০ জানুয়ারি সকাল ৯টার দিকে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক এক পর্যায়ে আফজাল হোসেনের নেতৃত্বে অব্দুল কাদের ও শহিদুল ইসলাম বাবু মন্ডলকে লাঠি নিয়ে ধাওয়া করেন।

এ সময় তার ছোট ভাই মিলন মন্ডল তাকে বাঁচাতে গেলে তারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন।
এ সময় গ্রামবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয।

কিন্তু আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে
এদিকে মিলন মন্ডলের মৃত্যুতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবং আইনের আওতায় এনে বিচার চেয়ে গ্রামবাসি সহ বিক্ষোভ করেছেন পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা এ সময় তারা বলেন, শুধু মাত্র জমি সংক্রান্ত বিরোধের জেরেই ২০ বছর আগে তার বাবা আব্দুস সাত্তার মন্ডলকেও তারা খুন করেছেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজিবুল ইসলাম জানান, ঘটনাটি সকালে শুনেছি।

এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে