45442_1

বিডি নীয়ালা নিউজ(২০ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ  ক্রিকেটে বাজিকরদের প্রভাব নতুন কোন ব্যাপার নয়। আর তাতে সবচেয়ে বেশি ভুগে থাকে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর সংস্থাটি এতে এতটাই বিরক্ত হয়ে উঠেছে যে, অচিরেই দেশটিতে বৈধ হতে পারে ক্রিকেট-বেটিং।

অন্তত একে আইনসিদ্ধ করার পক্ষে ভোট দিলো মুগদাল কমিটি। বেটিংকে আইনি রূপ না দিলে ক্রিকেটে দুর্নীতি ঠেকানো সম্ভব নয় বলে মনে করে এই কমিটি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট-ফিক্সিং কেলেঙ্কারির মামলায় মুদগাল কমিটির প্রধান মুকুল মুদগাল দিল্লীতে নিজের বই ‘ল অ্যান্ড স্পোর্টস ইন ইন্ডিয়া’র মোড়ক উন্দোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘বেটিং আইনসিদ্ধ হলে স্পট-ফিক্সিংয়ের ঘটনা কমবে। এছাড়া এর থেকে সরকারের আয় বাড়বে।’ শুধু ক্রিকেট নয়, অনান্য খেলাতেও বেটিং আইনসিদ্ধ রয়েছে বিশ্বের বহু দেশেই। ক্রিকেট বেটিংয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট নিয়ে লোধা কমিশনের সুপারিশ নিয়েও নিজের মতামত জানান মুদগাল। লোধা কমিশনের সুপারিশের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) আগেই জানিয়ে দিয়েছে তাদের পক্ষে লোধা কমিশনের সুপারিশ মানা সম্ভব নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে