12718138_191594564542174_357758587980358389_n
বিডি নীয়ালা নিউজ(৪ই মার্চ ১৬)-ইয়াসির আরাফাত(বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ):  নেত্রকোণার কেন্দুয়ায় অবসরপ্রাপ্ত বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খানের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কেন্দুয়া থানায় শুক্রবার মামলাটি করেন উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের বাসিন্দা লতিফ আহমেদ খানের স্ত্রী কাজী তাইয়েবা তাসনীম। কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, মামলায় আহত বিচারকের বড়ভাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফে আহমেদ খান, তার ছেলে ফয়সাল আহমেদ খান, প্রতিবেশী জুয়েল ও মস্তুকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মামলার বরাত দিয়ে জানান, ২০ একর জমিতে বাসিন্দা লতিফ আহমেদ খান ‘নিঝুম বিনোদন পার্ক’ নামে একটি বিনোদন কেন্দ্র তৈরি করেন। “এই পার্কে প্রতিদিন মানুষের ব্যাপক সমাগম হওয়ায় প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন তার বড় ভাই। “এছাড়া এলাকায় বড় ভাইয়ের নানা অত্যাচারের প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।” এর জেরে লুৎফে আহমেদ খানের নির্দেশে তার ছেলে ফয়সাল ও সঙ্গীরা রামদা দিয়ে লতিফ আহমেদকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয় মামলায়। এসআই অরও জানান, হামলায় ব্যবহৃত রামদা জব্দ করা হয়েছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের গ্রেপ্তারে দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে হামলায় গুরুতর আহত হন সাবেক এই জেলা জজ। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে