trump

বিডি নীয়ালা নিউজ( ১৭ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের ইসকনসিন রাজ্যের মিলওয়াউকিতে এক কৃষ্ণাঙ্গকে হত্যায় পুলিশের প্রতি নিজের সমর্থন জানালের দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুলিশের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

শনিবার মিলওয়াউকিতে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের দাবি, সিলভাইল স্মিথ নামে ওই কৃষ্ণাঙ্গের হাতে একটি পিস্তল ছিল। তবে স্থানীয় কৃষ্ণাঙ্গদের দাবি, পুলিশ বিকল্প ব্যবস্থা না নিয়ে কৃষ্ণাঙ্গদের সরাসরি গুলি করে হত্যা করছে। এ ঘটনার পর গত রোববার থেকে শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ও একটি পেট্রোল স্টেশনে অগ্নিসংযোগও করেছে।

ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের আইন মান্য করতে হবে নতুবা আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব।’

পুলিশের সাফাই গাইতে গিয়ে তিনি বলেন, ‘পিস্তলটি ওই পুলিশ কর্মকর্তার মাথার দিকে তাক করা ছিল। হয়তো এটি দিয়ে গুলি করা হতো। এটা নিয়ে কে সমস্যায় পড়তে চায়? আর এ কারণে এই ঘটনা ঘটেছে। হয়তো এটা সত্য নয়। যদি এটা সত্য হয়, তাহলে লোকজনের দাঙ্গায় জড়ানো উচিত নয়।’

 

 

 

risingbd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে