Kurigram

বিডি নীয়ালা নিউজ(২৩ই মার্চ১৬)-কুড়িগ্রাম প্রতিবেদনঃ  কুড়িগ্রাম শহরের মুক্তিযোদ্ধা (ধর্মান্তরিত খ্রিস্টান) হোসেন আলীকে (৬৮) হত্যার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস।

হত্যকান্ডের পর ওই দিনেই জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান  কথিত ‘সাইট ইন্টেলিজেন্স’ এ হত্যার দাবি করে। আইএস’র দায় স্বীকারের পর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকান্ডের ঘটনাটিকে ঘিরে স্থানীয় পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে আজ বুধবার বেলা ১২টার দিকে কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, এটি আইএস জঙ্গি দ্বারা নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না। তবে এ হত্যাকান্ডটির মোটিভ দেখে আমরা ধারণা করছি, এটি পরিকল্পিত মার্ডার। এছাড়াও পারিবারিক কিংবা সামাজিক কোনো কারণে কেউ তাকে হত্যা করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির কাছাকাছি ধর্মান্তরিত খ্রিস্টধর্মীয় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল আরোহী তিন অজ্ঞাত যুবক। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ককটেল বিস্ফোরন ঘটিয়ে তারা পালিয়ে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে