সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঘটে। কোনো প্রকার ডাকাতির ঘটনা না ঘটলেও সন্দেহজনকভাবে একই এলাকার দুই যুবককে হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার দিনভর মুরাদনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, ডিএসবিসহ বেশ কয়েকটি সংস্থার সদস্যদের ঘটনাস্থল পালাসুতা গ্রামে তথ্য সংগ্রহ করে। নিহত দুই যুবকের পরিবারের দাবি, তারা ডাকাত নয়, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার গভীর রাতে ডাকাত সন্দেহে পালাসুতা গ্রামে গণপিটুনিতে নিহত হন নুরু মিয়া ও ইসমাইল হোসেন। শাহজাহান নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

নিহত ইসমাইলের মা মিনুআরা বেগম বলেন, আমার ছেলে ডাকাত নয়। সে রাজ মিস্ত্রির কাজ করত। স্ত্রী-সন্তান নিয়ে সে কুমিল্লা শহরে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুকে নিয়ে বাড়িতে আসে।

রাতে সে মাহফিলে গিয়েছিল। এরপর তাকে হত্যার খবর পাই। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এখনো এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করিনি, কারণ পুলিশ সুপার আগে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তাছাড়া পুলিশ সার্ভার সিস্টেমে ত্রুটি থাকায় আমরা নিহতদের সিডিএমএস (কর্মকাণ্ডের তথ্য) সংগ্রহ করতে পারিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে