1426712730_naogaonnewspicture-bgbbsf18-03-2015

ডেস্ক রিপোর্টঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সম্প্রতি বিএসএফ’র গুলিতে বাংলাদেশ হতাহতের ঘটনায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত রৌমারীর চর নতুন বন্দর সীমান্তে ঐ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্ডার গাড বাংলাদেশ বিজিবি’র আহবানে অনুষ্ঠিত ঐ পতাকা বৈঠকে সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। একই সঙ্গে সীমান্তে আর বাংলাদেশিদের ওপর আক্রমণ করবে না- এমন প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

রৌমারী কোম্পানী সদরের কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, এক ঘন্টা ১০ মিনিট ব্যাপী অনুষ্ঠিত ঐ পতাকা বৈঠকের নেতৃত্ব দেন জামালপুর ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল হাসান।

বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার শ্রী সঞ্জয় শর্মা। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, দু’দেশের চোরাচালানিদের তথ্য আদান প্রদান এবং বিজিবি বিএসএফ কোম্পানী ও বিওপি ক্যাম্প পর্যায সমন্বয় সাধন করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে