karagar

বিডি নীয়ালা নিউজ( ২৬ই আগস্ট  ২০১৬ ইং )-(আ,ফ,ম,মহিউদ্দিন শেখ)কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ জুয়া একটি সামাজিক ব্যাধি। এর কবল থেকে বাঁচতে চায় কিশোরগঞ্জ উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষজন। কিশোরগঞ্জে বিভিন্ন স্পটে দিন দুপুরে জুয়ারিরা বেপরোয়া ভাবে জুয়া খেলতে শুরু করে। কিশোরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক এস,আই,মোঃ রায়হান আলী  বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে জুয়ারীদের গ্রেফতার করতে জোড়ালো পদক্ষেপ গ্রহন করে। সেই আলোকে গত বৃহস্পতিবার বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার এস,আই,শাহআলম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামে জুয়া খেলার সময় হাতে নাতে ৪ জনকে জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান তাদের কে সাত(০৭) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে এলেম হোসেন (৩৬) ও একই এলাকার নছিমুদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩২) আলফার হোসেনের ছেলে ফজলার রহমান (৪০) ও সোলেমান হোসেনের ছেলে মুছা মিয়া (৪৬)। শুত্র“বার তাদেরকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে