মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ  সরকারের ২৫টি সেবা সুবিধার নিমিত্বে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মোট ১ লক্ষ ৭৬ হাজার ৬০টি স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।গতকাল রবিবার থেকে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক জাকির হোসেন বাবুলের হাতে কিশোরগঞ্জ উপজেলার প্রথম স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে কার্ড বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে শাহেনেওয়াজ শাহের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা, মনোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমপি প্রতিনিধি, রেজাউল আলম স্বপন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাকির হোসেন বাবুল ও কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে। চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে স্মার্ট কার্ড বিতরণ শেষ হবে বলে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, পুরুষ-মহিলারা কার্ড নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পর কার্ড বিতরণ শুরু হলে বিভিন্ন ধাপ পেরিয়ে কার্ড পাওয়া মানুষজন কার্ড হাতে পেয়ে আনন্দে উল্লাস করতে দেখা গেছে।

 অনুষ্ঠানে নির্বাচনী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে সবাই পর্যায়ক্রমে ৩ মাসের মধ্যেই স্মার্ট কার্ড হাতে পাবে।সেই সোথে তিনি নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে উপস্থিত থেকে কিশোরগঞ্জ উপজেলার ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহের আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে