কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি॥ কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও কেল্লাবাড়ি ক্যাথলিক চার্চের যৌথ উদ্যোগে শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিশেষ র‌্যালী আলোচনা ও সুধী সমাবেশ গতকাল দুপুর ২টায় কেল্লাবাড়ি মা মারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেল্লাবাড়ি মা মারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ সেবাষ্টিয়ান টুডু,ডিডি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪,আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ (এপি) ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যনেজার পিকিং চাম্বুগং,কেল্লবাড়ি ক্যাথলিক চার্চ,কিশোরগঞ্জ এর পাল-পুরহিত রেভা.ফা. বিদ্যা বর্মন ও স্থানীয় ভিডিসি‘র সদস্যবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তিতায় শিশু সুরক্ষা চলমান কর্মকান্ডে ওয়ার্ল্ড ভিশন(এপি),কিশোরগঞ্জ,নীলফামারী এর ভুমিকার ভূঁয়ষী প্রশংসা করে মাননীয় সংসদ সদস্য আদেলুর রহমান আদেল বলেন শিশু সুরক্ষা বিনোদন ও খেলা-ধুলার জন্য সার্বিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেন এবং কেল্লাবাড়ির মা মারিয়া স্কুল যাওয়ার রাস্তাটি পাকা করার ঘোষনা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে