Exif_JPEG_420

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ “সবাই মিলে ঐক্য গড়ি, বাল্য বিবাহ বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সকালে উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠান পালন করে ইউনিসেফ বাংলাদেশ ও উপজেলা প্রশাসন।
পরে উপজেলা হলরুমে স্থানী পর্যায়ে পরিবারের আচরণ এবং শিশুর প্রতি যত্ন অনুশীলন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার ১৩ টি বিদ্যালয় থেকে প্রায় ৩ শত কিশোর-কিশোরী এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার নীলফামারীর আব্দুল মোতাল্লেব, এল জি সি কোঅডিনেটর নীলফামারীর আবু রায়হান মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কোঅডিনেটর গৌরব কুমার দাস, ইউনিয়ন সমন্বয়কারী জুন্নুরাইন, জুয়েল রানা,অাবু আলম ও প্রদিপ চন্দ্র রায় প্রমুখ। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে