কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ঠাটারীপাড়ায় রাজস্বখাতের আওতায় পিয়াজ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায়।

প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুড়া ইউপি চেয়ারম্যান, মোঃ মাহমুদুল হোসেন শিহাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষিবিদ তুষার কান্তি রায়, সহকারী কৃষি অফিসার,মোঃ শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান। উক্ত মাঠ প্রদর্শনীতে কৃষক সিরাজুল ইসলাম জানান, রাজস্ব খাতের আওতায় উপজেলা কৃষি অফিস থেকে আমাকে ১ কেজি পেঁয়াজের বীজ দেন।

আমি উক্ত বীজ ৩৩ শতাংশ জমিতে রোপন করি। পিয়াজ প্রদর্শনী মাঠ দিবস উপলক্ষে হাপ শতাংশ অর্থাৎ ২০ বর্গমিটার জায়গার পিয়াজ উত্তোলন করে পাই প্রায় ২০ কেজি সেই হিসেবে এক বিঘা জমিতে ৩৩ মণ পিয়াজ উৎপাদন হবে বলে সে আশাবাদী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে