মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ যথাযোগ্য মর্যাদার সহিত সরাদেশের নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালন করেছেন। উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন করেন, দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগসহ তার অঙ্গ সংগঠন যুবগলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ দলীয় কার্য্যালয় থেকে মিলিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পূস্পমান্য অর্পন করেন। জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতা কর্মী মিলে পূস্পমাল্য অর্পন করেন।

জাতীয় পার্টি যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন।দলীয় নেতা কর্মী মিলে পূস্পমাল্য অর্পন করেন। মাগুড়া কলেজ যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন। দিবসটি উপলক্ষে সকাল ৭.৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.৩০মিনিটে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন ও সকাল ১০টায় ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি র‌্যালী বের করে। র‌্যালীটিতে নেতৃত্ব দেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবার রহমান শাহ। মাগুড়া উচ্চ বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন।

দিবসটি উপলক্ষে সকাল ৭.৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, ৮.৩০মিনিটে বিদ্যালয় শহীদ মিনারে পূস্পমার‌্য অর্পন, দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ, সহকারি প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী শাহ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন।

দিবসটি উপলক্ষে অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সিনিয়র সহসভাপতি আয়নাল হকের নেতৃত্বে পূস্পমাল্য অর্পন করেন। মাগুড়া মটর শ্রমিক ইউনিয়ন যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন। কিশোরগঞ্জ শিখা সাহিত্য সংসদ পরিষদ যথাযোগ্য মর্যাদার সহিত মহান বিজয় দিবস পালন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে