Borkhasto

বিডি নীয়ালা নিউজ(২৩ই আগস্ট ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ   ঝড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে পড়ে
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ঘটনাস্থলে একজন ও চিকিৎস্বাধীন অবস্থায় আরো
একজন সহ মোট দুইজন নিহত হয়েছে। এই হতাহতের ঘটনায় নীলফামারী পল্লী বিদ্যুৎ
সমিতির জেনারেল ম্যানেজার ইনসের আলী ও অপর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা
হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার রাত আটটার পরের দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দুই
নম্বর ওয়াডের খামাত গাড়াগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হয় ওই
গ্রামের জাবেদ আলীর ছেলে সাজেদুল ইসলাম বাবু (২৫)। আহতদের মধ্যে ১২ জনকে
আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়
কফিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৩) নামর আরো একজন ব্যক্তি। বর্তমানে রংপুরে
মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ভর্তি হয়ে চিকিৎস্বাধীন রয়েছেন।

এব্যাপারে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন জানান, রবিবার সন্ধ্যার
দিকে এলাকায় ঝড়ো হাওয়া সহ বৃস্টি হচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার
কেভি লাইনের তার ছিড়ে পড়লে গ্রামের বিপ্লব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের
সূত্রপাত ঘটে। এতে তার বাড়ির একটি ঘর পুড়ে যায়। সে সময় এলাকায় বিদ্যুত
লাইন বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় রাত আটটার পরের দিকে হঠাৎ করে বিদ্যুৎ লাইন
পুণরায় চালু করা হলে মাটিতে ছিড়ে পড়ে থাকা ১১ হাজার কেভি লাইনের বিদ্যুতে
টানে ঘটনাস্থলে নিহত হয় বাবু মিয়া।

তাৎক্ষনিকভাবে খবরটি পল্লী বিদ্যুত কে জানালে তারা বিদ্যুত লাইন বন্ধ করে
দেয়ার আগেই এ ঘটনায় ১২ জন আহত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে