কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী): যথাযোগ্য ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে ০৯ জুলাই-২০২২ইং তারিখ এবং ১০ মহররম-১৪৪৪(হিজরী) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে পবিত্র আশুরা (শবেই-বারাত) পালিত হয়েছে।

সকালে মসজিদের ঈমাম,মুয়াজ্জিন, মাদ্সার হাফেজ ছাত্র সহ ধর্মপ্রান মুসলমানরা বিভিন্ন স্থানে কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেন দিবসটির।

এছাড়া বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল, জিকির আজগর করেন। এবং অনেক ধর্মপ্রান নারী-পুরুষ নফল রোজা রাখেন। বিশেষ করে মুসলমানদের মধ্যে শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রান মসলমানগণ এই পবিত্র আশুরা (শবেই-বরাত)টি বেশী গুরুত্ব দিয়ে র‌্যালী সহ বিভিন্ন কর্মসুচি পালন করেন।

জানাগেছে হিজরী-১৪০০ বছর আগে সর্বকালের সর্ব শ্রেষ্ট মহা-মানব প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর দৌহিত্র ঈমান হোসেন (রাঃ) কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর হাতে শহীদ হন এবং ঈমান হাসান (রাঃ) কে এজিদের চক্রাােন্ত বিষপ্রযোগ করে মেরে ফেলা হয়। তাই এই দিনটি প্রতি বছর ধর্মপ্রান মুসলমানরা পালন করে থাকেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে