কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী): শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি শ্লোগানকে সামনে রেখে ডিজেল, কেরোসিন,পেট্রোল, অকটেন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় পার্টি কিশোরগঞ্জ উপজেলা শাখা ও তার অঙ্গ সংগঠন।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি কিশোরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রশিদুল ইসলাম, সদস্য সচিব ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ,বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান,মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, গাড়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, সংসদ সদস্যের পিএস রায়হানুল আহসান রমি সহ জাতীয় মহিলা পাটির নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে