কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহযোগীতায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সৌজন্যে গতকাল বিকাল ৩টায় মাগুড়া খামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শিশুদের প্রতিকার বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি আবুল বরকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কাওছার জামান লিমন,শিক্ষানুরাগি কবি মোঃ আনিছুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদুল করিম আজাদ, গোলাম মোস্তফা চাঁন, সাথী আক্তার, সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শান্ত আক্তার, ম্যানেজিং কমিটির মহিলা সদস্য নাছিমা আক্তার। ব্রিটিশ কাউন্সিলের জেলা ফ্যাসিলেটেটর শহিদুল ইসলাম, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, যুগ্ম সম্পাদক মোঃ সফিউজ্জামান সাদেকুল, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ রিপন, সদস্য তাহেরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেতে তেলায়াত করেন মজিদুল ইসলাম। ইউপি চেয়ারম্যান ঝড়েপড়া শিশুদের বিষয়ে বলেন সরকার বিনামূল্যে বই দিচ্ছে, শতভাগ উপবৃত্তি প্রদান করছে, শিশুদের জন্য বিস্কুট দিচ্ছে তার পর কেন শিশুরা ঝড়ে পরছে এর কারন কি আসলে এর মুল কারন হল আমাদের অভিভাবদের মানষিকতার অভাব রয়েছে। এছাড়া তিনি তাঁর ইউনিয়ন পরিষদ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে