মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মানোয়ার হোসেন এর নিকট প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীগণ হলেন আ’লীগের জাকির হোসেন বাবুল, জাপা’র রশিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শাহ্ মোঃ আবুল কালাম বারি পাইলট, আ.ন.ম রুহুল ইসলাম, রশিদুল ইসলাম রশিদ ও বিপ্লব কুমার সরকার বিপু।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে রবিউল ইসলাম বাবু, বাদশা আলমঙ্গীর, বরকত-ই-খোদা মুকুল, মাওঃ ইদ্রিস আলী, হাফিজুল ইসলাম ও স্বপন চন্দ্র রায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম লাইলী কাদের, শিরিনা বেগম, রোখছেনা পারভীন, মোকলেজা বেগম, শাপলা বেগম ও নাছিমা বেগম মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য বিকেল ৫টার পরে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী সহঃ রিটানিং অফিসারের কার্যালয়ে আসায় তাদের মনোনয়নপত্র গ্রহন হয়নি। এরা হলেন ভূবন চন্দ্র, আশেক আলী ও রহিদুল ইসলাম। উপজেলা সহকারী রির্টাানিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে