মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ভিজিএফ কার্ডধারীদের অশ্লিল ভাষায় কথা বললে চাল না নিয়ে তারা গত মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ-নীলফামারী সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এসময় শ’শ’ যানবাহন আটকা পরে।
নীলফামারীর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত মঙ্গলবার বিকালে ভিজিএফ চাল বিতরণকালে কার্ডধারীদের অশ্লিল ভাষায় কথা বললে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা চাল না নিয়ে ইউপি চেয়ারম্যানের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা ওই ইউনিয়ন পরিষদের সামনে কিশোরগঞ্জ-নীলফামারী সড়ক অবরোধ করে। এ সময় যুবলীগের কর্মীরা সড়ক অবরোধে যোগ দেয়। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ অবরোধে শ’ শ’ যানবাহন আটকা পরে। সংবাদ শুনে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনাস্থলে এসে দোষী ইউপি চেয়ারম্যানের বিচারের প্রতিশ্রতি দিলে বিক্ষুব্ধরা শান্ত হয়। পরে তারা খয়রাতি চাল না নিয়ে বাড়ী ফিরে। এ ব্যাপারে বিক্ষুব্ধ ও কার্ডধারী ময়মনা বেওয়া (৭০) বলেন, “কাউন্সিলত দিনটা শ্যাস করিয়াও চেয়ারম্যান চাউল দিলো না, উল্টা হামাক মাও-বুড়ি তুলি গাইলায়। হামরা ওর বিচার চাই।” এ ব্যাপারে সদর ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের দেয়া তালিকার ৬শ’ কার্ডধারীর চাল দেয়ার সময় একই ব্যক্তি ১০টি করে স্লিপ নিয়ে আসায় তা না দেয়ায় কতিপয় মধ্যস্বত্বভোগী মিথ্যা অভিযোগ এনে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে