মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ নিজেই মাইকিং করে সুবিধা ভোগিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করছেন।
গত শুক্রবার সরজমিনে ইউনিয়ন পরিষদে গেলে দেখা যায়,তিনি নিজেই মাইকে সুবিধা ভোগিদের নাম ডেকে গ্রাম পুলিশের মাধ্যমে প্রত্যেক সুবিধা ভোগিকে ১৫ কেজি করে চাল দিচ্ছেন। চেয়ারম্যান নিজেই মাইকে ডেকে চাল বিতরণ করায় সুবিধা ভোগিদের মাঝে সাড়া ফেলেছে।
এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার ও চাল বিতরণের তদারকি কর্মকর্তা আফজালুল হক জানান এবারে সদর ইউনিয়নে ৭ হাজার ৭ শত ৯৫ জন সুবিধা ভোগিদের জন্য ১ শত ১৬ দশমিক ৯২৫ মেট্রিক টন চাল বরাদ্দা হয়েছে। এ পর্যন্ত সুষ্ঠভাবে দুই তৃতীয়াংশ  চাল বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছুল ইসলাম আনিছ বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে চাল পায় সেজন্য তাদের  কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে নিজেই মাইকিং করে ফিজিএফের চাল বিতরণ করছি। ঈদের আগেই চাল বিতরণ সম্পূর্ণ করবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে