মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া দোলাপাড়ায় সনাতন ধর্মালম্বীদের বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্টান আগামী ২০ থেকে ২২ জানুয়ারী-২০১৯খ্রি: পর্যন্ত চলবে। ২২জানুয়ারী-২০১৯খ্রি: মঙ্গলবার নগন কীর্তন, ভোগ আরতী, প্রসাদ ও পুরোহিত বিদায় অনুষ্ঠিত হবে।

উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানে নাম সুধা পরিবেশন করবেন জয়ধ্বনী সম্প্রদায়, পীরগঞ্জ, ঠাকুর গাঁও, ভগবত সম্প্রদায়, আক্কেলপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, শ্রী শ্রী হরি পাগল সম্প্রদায়, মীরগঞ্জ, জলঢাকা, নীলফামারী, উদয়ন সম্প্রদায়, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী, সোনার গৌর সম্প্রদায়, কুকরুল মহানগন, রংপুর, মহানাম সম্প্রদায়, রনচন্ডি, কিশোরগঞ্জ, নীলফামারী, জয়রাধা সম্প্রদায়, সোনাখুলী, কিশোরগঞ্জ, নীলফামারী, কৃষ্ণ পাগল সম্প্রদায়, বত্তর, রংপুর।

এ উপলক্ষ্যে মহানাম যজ্ঞানুষ্ঠানের কমিটির সদস্যদের মাঝে যজ্ঞানুষ্ঠান খচিত ক্যাপ বিতরণ করেন, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য মোঃ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সুচনা জন কল্যান সংস্থার সদস্য বৃন্দ। উৎসব অঙ্গন মাগুড়া দোলাপাড়া সর্বজনীন “রাধাকৃষ্ণ সেবা সংঘ” (পাটোয়ারী পাড়া)। উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানে যথা সময় উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানের সভাপতি দীপেন্দ্র নাথ সরকার (দীপু) বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে