17000

বিডি নীয়ালা নিউজ(১৮ই মার্চ১৬)- আ,ফ,ম,মহিউদ্দিন শেখ (কিশোরগঞ্জ, নীলফামারী  প্রতিনিধি): ইউপি নির্বাচন কেন্দ্র করে কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশিদের ইর্ষনীয় দৌড়ঝাপ শুরু হয়েছে।
দলের মধ্যে কার অবদান বেশী ?, হিন্দু ভোটার কার বেশী ?, কে বেশী জনদরদী ?, ইত্যকার প্রশ্ন তুলে ধরছেন হাই কমান্ডের কাছে চাঁদখানা ইউনিয়ন আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশিরা। ইদানিং শীর্ষ নেতাদের বাড়ীতে মনোনয়ন প্রত্যাশিদের আনাগোনা চোখে পড়ার মত। লিফলিটে নিজের পক্ষে সাফাই গাওয়া, পত্রিকার প্রতিবেদনে নিজের ভাবমুর্তি তুলে ধরা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। জোড়ালো সুপারিশের প্রত্যাশায় তৃণমুল নেতা-কর্মীদের কদরও বেড়ে গেছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জনপ্রিয়, চৌকশ ও জ্যেষ্ঠ আওয়ামীলীগ নেতা হিসাবে দাবীদার এবং বর্তমান চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী খান। গত ইউপি নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্ধিকে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি ১৯৯৫ সালে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম কল্যান সম্পাদক’র দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি ওয়ার্ড কমিটির একজন কাউন্সিলার ও ইউনিয়ন কমিটির সদস্য। তার ভাগিনা মিজানুর রহমান দুলাল আওয়ামীলীগ’র ইউনিয়ন কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক সুত্রে আওয়ামী ঘরণা হওয়ায় নিজেকে গর্বিত মনে করেন। তিনি দলের একজন নিবেদিত কর্মী বলে দাবী করেন। তিনি আরো দাবী করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি গ্রহনযোগ্য। গির্জা-মন্দির-মসজিদ সহ সকল উপসানালয়ে তার ব্যক্তিগত আর্থিক অবদান রয়েছে। তার চেয়ারম্যানী পিরিয়ডে সরকারী ও ব্যক্তিগত প্রচেষ্টায় ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, স্যানিটেশন, পয়ঃ নিস্কাশন, বাল্যবিয়ে রোধ, জন্ম নিয়ন্ত্রন সহ ইর্ষনীয় আর্থ-সামাজিক উন্নয়ন দাবী করেন তিনি। এদিকে চাঁদখানা ইউনিয়নের আরেক মনোনয়ন প্রত্যাশি হলেন বিগত ইউপি নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্ধি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ। তার চাচা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য রওশন আলী দুলু ও ছোট ভাই নাদির বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এক সময় নীলফামারী ৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হাফিজের নেতৃত্বে নাজিম উদ্দিন আলম সবুজ সহ তৎকালীন প্রায় সকল ইউপি চেয়ারম্যান কিশোরগঞ্জ ষ্টেডিয়ামে বিশাল এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্টানিক বিএনপিতে যোগদান করেন। তবে পরবর্তীতে তিনি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সদস্য হন। ইউনিয়নে তারও জনপ্রিয়তা ব্যাপক রয়েছে বলে তিনি দাবী করেন। তিনিও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এদিকে চাঁদখানা ইউনিয়নের আরেক নিবেদিত কর্মী ধনঞ্জয় রায় শিবু। তিনিও দলের সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। তিনি নিজেকে ত্যাগী, নিরলস, অসহায় মানুষের সাথী ও নির্ভিক কন্ঠ বলে দাবী করেন। আসন্ন ইউপি নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে তিনি কোমর বেঁধে নামবেন বলে দাবী করেন। এদিকে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল’র সাথে কথা হলে তিনি জানান, উল্লেখিত মনোনয়ন প্রত্যাশিরা সকলেই আওয়ামীলীগের সদস্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে