আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ঘরে ফিরলেও পাক-ভারত উত্তেজনা কমার লক্ষণ নেই। সীমান্তে ক্রমশ বাড়ছে যুদ্ধ। আজ রবিবার সকালে বাবাগুন্দ এলাকায় জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের সংঘর্ষ শুরু হয়েছে। জঙ্গীদের গুলিতে নিহত হয়েছেন দুই সিআরপিএফ ও দু’জন জম্মু-কাশ্মীর পুলিশ। এখনও পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

আজ সকালে বাবাগুন্দ এলাকায় জঙ্গীরা লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়ার পরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শনিবার পুঞ্চের সালোতরী গ্রামে নিহত হয় একই পরিবারের পাঁচ জন। অভিনন্দন পাকিস্তানে ধরা পড়ার পর থেকেই শান্তির বার্তা দিয়ে এসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সীমান্তে পাক আগ্রাসন কমেনি। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর গোলা বর্ষণ চালিয়ে গিয়েছে পাক সেনা।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে