jogonnath un-v

ডি নীয়ালা নিউজ(১৭ই  আগস্ট ২০১৬ইং)এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন প্রতিনিধি:  পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় জাতীয় চার নেতার নামে আবাসিক হলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আগামীকাল বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।আন্দোলনের সংগঠক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি এস এম মুজাহিদ অনিক, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন জানান, হল নির্মাণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করবেন। সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হবে। এটা সাধারণ শিক্ষার্থীদের মৌলিক দাবি। তাঁদের বিশ্বাস, দলমত নির্বিশেষে সবাই এ আন্দোলনে শরিক হবে।আজ বুধবার সকাল ১০টার কারাগারের জায়গায় হল নির্মাণের দাবিতে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এ এম শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে তাঁদের সমর্থন আছে। তাঁরা হল নির্মাণের দাবি সমর্থন করেন। তবে আগস্ট মাস শোকের মাস। তাই এই মাসে তাঁরা কোনো আন্দোলনে যাবেন না। পরবর্তী সময়ে তাঁরা তাঁদের অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হবেন।সাধারণ শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান বলেন, ‘এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এরই মধ্যে কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণে বরাদ্দ দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করি, আমরা এতে ইতিবাচক সাড়া পাব। আমরা শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাব।’এদিকে আজ শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় ক্যাম্পাসের শান্ত চত্বরে জমায়েত হন। পরে সেখান থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে বের হয়।মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার ও নয়াবাজার মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মিছিলের ফলে রাজধানীর দৈনিক বাংলা মোড়, পল্টন, বিজয়নগর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

JnU-Students-Protest_Press-Club-Front-8

বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হল নির্মাণের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরবেন না। ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণ ও নতুন আবাসনের দাবিতে ১ আগস্ট আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা।২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্রসচিব বরাবর আবেদন করে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে