sheikh-hasina

বিডি নীয়ালা নিউজ( ১৬ই সেপ্টেম্বর, ২০১৬ইং)- ডেস্ক রিপোর্টঃ কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরকালে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি শেষে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এয়ার কানাডার এসি ৮৬৫ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

এর আগে বাকিংহ্যামশায়ারের স্টক পার্ক কাউন্টি হোটেল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভপতি সুলতান মাহমুদ শরীফ, দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও হাইকমিশনের কর্মকর্তারা।

১২ দিনের সরকারি সফরের অংশ হিসেবে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ‘জিএফ’র সম্মেলনে অংশ নিয়ে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় পর্যায়ে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

বা/ ট্রি/ নি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে