নীলিমা

………………..রোজী খান

কোনো এক শরতের বিকেলে
হৃদয়ের ক্যানভাসে , ভ্যানগগের
মতো আঁকতে চেয়েছিলাম
তোমার অবয়ব,
কাশফুলের শুভ্রতা ও আকাশের
নীল দিয়ে শুকনো
তুলি ভিজিয়েছিলাম ,
নদীর কাছ থেকে এনেছিলাম
কিছু জল রং
তবুও আমার মতন করে কিছুতেই
তোমাকে আঁকতে পারিনি,
আঁকতে চেয়েছিলাম তোমার
অভিলাষ সাথে উদ্বিগ্ন হৃদয়,
নতুন করে তোমাকে আঁকার
জন্য যেটুকু রং ছিল
তা ঢেলে দিয়েছিলাম
কালার প্যালেটে,
তবু সত্যিকারের তুমিটাকে
আঁকতে পারি নি ।
রঙে রঙিন হয়েছিল ক্যানভাস
শুধু তুমিই অজ্ঞাত রয়ে গেলে ,
এখনো গহীনে তোমার অবয়ব
ভেসে ওঠে বারবার ;
কিন্তু হৃদয় নীলিমায়
তোমাকে আর খুঁজিনা,
অব্যক্ত কষ্ট বয়ে বেড়ানো
অনেক আগেই শিখেছি,
জেনেছি মানুষ নক্ষত্রের মতো
অসংখ্য মানুষের ভীড়েও
সে রয়ে যায় একা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে