আযাদ কামাল’ ঢাকা : ধ্রুপদী প্রেমকথা’ কবি বাদল মেহেদীর চিরহরিৎ প্রেমমন্দির থেকে উৎসারিত উপলব্ধিজাত আবেগী প্রেমের নির্যাস। প্রেমের জয়গানে তিনি মুখরিত করেছেন কবিতার প্রতিটি পঙক্তি। নগরসভ্যতায় বেড়ে ওঠা এক প্রেমিক পুরুষ_ চমৎকার কথামালায় বিন্যস্ত করেছেন নারীর সৌন্দর্য-বিভাকে। গণতান্ত্রিকমনা এই কবি নারীপ্রেমের সঙ্গে ভাষা ও দেশপ্রেমের কথাও বলেছেন ঔদার্যে। আর তাই ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের প্রতিও তার প্রেমের মোহিত উচ্চারণ দেখতে পাই। জীবনের পরতে পরতে তার স্বপ্নপ্রেমের ছোঁয়া। শৈশব-কৈশোরের প্রেমচিহ্ন এখনো উঁকি দেয় তার প্রেমপূর্ণ মানসপটে। এক কথায় বলা যায়, ‘পূণ্যজ্ঞানের পবিত্রতায় তিনি প্রেমপদ্মের নকশা এঁকেছেন ‘ধ্রুপদী প্রেমকথা’য়’। গ্রন্থের ৩৩৬টি কবিতাই প্রেমের রসবোধে প্রণীত। আমি বিশ্বাস করি পাঠক কবিতাগুলোর রসাস্বাদনে পাবে চুম্বক-আনন্দ, প্রেমময় অনুভূতি। জয়তু কবি বাদল মেহেদী। সুন্দর প্রচ্ছদের ‘ধ্রুপদী প্রেমকথা’- ‘এবং মানুষ’ প্রকাশনী বেশ যত্নের সঙ্গে প্রকাশ করেছে। প্রকাশনীর কর্ণধার কবি আনোয়ার কামালকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে