জলমগ্ন

………………প্রকাশ চন্দ্র রায়

নীল লোনা জল নয় স্বচ্ছ জলের ধারে,

তপস্যায় বসেছি তৃষ্ণার্ত তপস্বী,

জলমগ্ন হবো বলে চোখ রেখেছি জলের আয়নায়;

খুঁজে খুঁজে দেখবো আয়নার ভিতর,

প্রতিষ্ঠিত আছে নাকি অন্য কারো মুখচ্ছবি।

ধ্যানে জ্ঞানে জেনে নেবো জলের মনোভাব,

জেনে নেবো কী খেলা চলছে অভ্যন্তরে তার।

পরমগ্ন হয় যদি রূপশ্রী এ জল,

পরহস্তে ঢেলেছে যদি রূপ ঐশ্বর্য তার;

কলুষিত এ জলে নামবো না কোনকালে,

চলে যাবো অন্য কোনখানে নির্ভেজাল নিরুপম জলের সন্ধানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে