মানচিত্র

……………………ইমরোজ সোহেল

লাল সবুজের পতাকা দিয়ে
গা ঢেকেছিস, ঢাক
পারলে এখন মাতৃভূমির মানচিত্র
হৃদয় দিয়ে আঁক।

তোর শরীরে এই পতাকা
মানিয়েছে তো বেশ
তুই তো এখন নারীর বেশে
নতুন বাংলাদেশ।

বসন থেকে তুই খুলেছিস
বেনারসির ঝাঁজ
তার বদলে আগলে নিছিস
লাল সবুজের সাজ।

এমন যদি থাকতে পারিস
এই পতাকায় মিশে
জীবনটা তোর নাচবে শুধু
কোকিল পাখির শিশে।

এসব দেখে মুখ ফেরাবে
গন্ডমূর্খ কাক
শুনতে পাবি নতুন ভোরে
শেখ মুজিবের ডাক।

ধন্য হবে চন্দ্র সূর্য
দূর আকাশের তারা
ধন্য হবে পদ্মা মেঘনা
এবং কুশিয়ারা।

টোকাই লখাই ফিরে পাবে
পান্তা ভাতের স্বাদ
ডান ও বামের সকল পাখি
মিলিয়ে নেবে কাঁধ।

ধন্য হবে দেশ ও মাতা
পূর্ণ হবে আশা
মুক্তিপাবে খাঁচায় পোষা
আমার বাংলা ভাষা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে