Acer

বিডি নীয়ালা নিউজ(৮ই মার্চ১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন: বিশ্বখ্যাত পিসি নির্মাতা প্রতিষ্ঠান এসারের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড বাংলাদেশ বাজারে এসার এর বিশটি ল্যাপটপ মডেলে তিন বছরের বিক্রয়ত্তর সেবার ঘোষণা দিয়েছে।

এসারের অ্যাস্পায়ার ই ফাইভ সিরিজের ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপগুলোতে রয়েছে ইন্টেল এর পঞ্চম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৫০০ জিবি অথবা ১,০০০ জিবি হার্ড ডিস্ক। যে কোন কনফিগারেশনে এই ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে কালো, লাল, সাদা, হলুদ ও নীল রং এর মনোরম ইন্টেরিয়রে। এসার এর অ্যাস্পায়ার ই ফাইভ সিরিজের অন্যান্য ল্যাপটপের মত এই ল্যাপটপগুলোতেও আছে সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, দ্রুতগতির ওয়ারলেস এসি ও গিগাবিট ল্যান, ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট, ইউএসবি থ্রি পাওয়ার অফ চারজিং, এসার ট্রু-হারমোনি অডিও সহ সকল বৈশিষ্ট্য। তিন বছর বিক্রয়ত্তর সেবা সহ ৫০০ গিগাবাইট হার্ড ডিস্কসহ দাম ৩৩ হাজার এবং ১০০০ গিগাবাইট হার্ডডিস্কসহ ৩৪ হাজার টাকা। এছাড়াও বাজারে এক বছর বিক্রয়ত্তর সেবা সহ এসার  অ্যাস্পায়ার ওয়ান ১৪ সিরিজের দুইটি মডেল আনা হয়েছে। ইন্টেল এর পঞ্চম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৫০০ গিগাবাইট অথবা ১,০০০ গিগাবাইট হার্ড ডিস্ক দিয়ে দাম যথাক্রমে ৩১ হাজার ৩০০ ও ৩২ হাজার ৩০০। যোগাযোগ ০১৯১৯ ২২২ ২২২।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে