Shekh_Hasina

বিডি নীয়ালা নিউজ(৩ই মার্চ১৬)-জাতীয় প্রতিবেদনঃ দেশের উন্নয়নের গতিধারা ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পিপিপি মাথায় রেখেই দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের প্রথম সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতসহ মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট সদস্য ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলায়েভ। সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরী সহযোগিতার জন্য দুই দেশের সরকারের মধ্যে কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

#এনটিভি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে