mouchak_flyover

বিডি নীয়ালা নিউজ(৩০ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশটি সর্ব সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ফ্লাইওভারের এই অংশটির উদ্বোধন করেন। তিনি সাতরাস্তা অংশ থেকে ফ্লাইওভারে উঠে হলি ফ্যামিলি অংশে নামেন। এরপরই সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ফ্লাইওভারের এ অংশটি।

এদিকে ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে পানির স্রোতের মতো আসা গাড়ির চাপ মোকাবেলায় নানা পদক্ষেপে কাজ করেছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন।

প্রকল্প পরিচালক প্রকৌশলী নাজমুল আলম জানান,  পুরো প্রকল্পের ৭০ ভাগের মতো কাজ শেষ হয়েছে। তিন ধাপে পুরো প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশের পর বাংলামোটর থেকে মৌচাক অংশ জুনে খুলে দেওয়া হবে। বাকিটা ডিসেম্বর বা জানুয়ারিতে খুলে দেওয়া হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে