01.Supreme-Court-of-Bangladesh-300x199

বিডি নীয়ালা নিউজ(৪ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  মালিক মারা গেলে সঞ্চয়পত্রের টাকা নমিনির পরিবর্তে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করার রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০৩ এপ্রিল) এ বিষয়ে এক আপিল আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আই ফারুকী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার।

আইনজীবী নাজনীন নাহার বলেন, এ রায়ের ফলে সঞ্চয়ের টাকা নমিনি উত্তোলন করতেও পারবেন, তবে টাকার মালিক হবেন উত্তরাধিকারী।

হাইকোর্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র কেনা এক ব্যক্তি মারা যান। এরপর তার ছেলে সঞ্চের পত্রের টাকার অংশীদার হতে বাংলাদেশ ব্যাংকে সাকসেশন সার্টিফিকেট আনতে যান। কিন্তু ছেলে নমিনি না হওয়ায় তাকে সাকসেশনপত্র দেয়নি বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই ব্যক্তির নমিনি ছিলেন অন্য (উত্তরাধিকারী নয়) ব্যক্তি।

পরে সঞ্চয়পত্রের উত্তরাধিকারী দাবি করে ঢাকার বিশেষ জজ আদালতে সিভিল মামলা করেন ওই ব্যক্তির ছেলে। কিন্তু বিচারিক আদালত তার মামলা খারিজ করে দেন।

এরপর হাইকোর্টে আপিল করলে তার পক্ষে রায় আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে