চীন উত্তরাঞ্চলীয় সানঝি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার উচ্চ ক্ষমতার নতুন ম্যাপিং স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
একটি লংমার্চ-৪বি রকেটের মাধ্যমে বেইজিং সময় সকাল ১১টা ১৩ মিনিটে ঝিয়ুয়ান ১১১ ০৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
রকেটটিতে তিনটি স্যাটেলাইট পাঠানো হয়,এর দুইটি স্যাটেলাইট যথাক্রমে ডার্ক ম্যাটার শনাক্তকরণ ও বাণিজ্যিক ডাটা সংগ্রহ করবে। স্যাটেলাইটগুলো তৈরি করেছে সাংহাই এএসইএস স্পেসফ্লাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড।
তাইয়ুয়ান কেন্দ্র জানায়, তিনটি স্যাটেলাইট পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে