বিদেশে উচ্চশিক্ষা শেষে মাতৃভূমির জন্য কাজ করতে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বৃত্তি নিয়ে বিদেশ গিয়ে আর ফিরে আসেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেছেন তিনি।

মঙ্গলবার (০১ মার্চ) জাতীয় বিমা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিক অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

উচ্চশিক্ষা নিয়ে অনেকের দেশে ফিরে না আসার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যাদের আমরা বৃত্তি দেব, বিদেশে যাবে, শিক্ষাগ্রহণ করবে, তারা যেন ফিরে এসে দেশের জন্য কাজ করে। আর এটা যদি না আসে বা কেউ যদি ফাঁকি দেয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ’

শেখ হাসিনা বলেন, ‘এমন একটা ব্যবস্থা নিতে হবে, যে আমাদের বৃত্তি নিয়ে পড়াশোনা করবে, আর ওখানে পড়াশোনা করে ডিগ্রি পেলেই, আর ইংল্যান্ডে বিশেষ করে সাথে সাথে চাকরি পেয়ে যায়। এই চাকরির লোভে যাতে চলে না যায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। যাদের বৃত্তি দেবে তারা যেন ঠিক মতো শিক্ষা নিয়ে ফিরে আসে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য তো কাজ করতে হবে, সবাইকে। সবার ভেতরে দেশের প্রতি একটা দায়িত্ববোধ থাকতে হবে। সেই বিষয়টা আমাদের অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে। সাধারণ মানুষের মাঝেও এই চেতনাটা জাগ্রত করতে হবে। ’

শেখ হাসিনা বলেন, ‘যেহেতু আমরা দেশে পারি না, যার কারণে তাদের শিক্ষার জন্য, ট্রেনিংয়ের জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছি। এটা আমারই অনুরোধে করা হয়েছে, আমিই ব্যবস্থা করেছি। ’

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে