160225074324_rubio_trump_cruz_640x360_reuters_nocredit

বিডি নীয়ালা নিউজ(১১ই মার্চ১৬)অনলাইন প্রতিবেদনঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মার্কো রুবিও তার দলীয় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তার ইসলাম ‘ যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে’ মন্তব্যের জন্য আক্রমণ করেছেন।

মিয়ামিতে টেলিভিশন বিতর্কে রুবিও বলেন, ইসলামে উগ্রবাদী সমস্যা থাকলেও অনেক মুসলিম গর্বিত আমেরিকান।

আগামী মঙ্গলবার ফ্লোরিডায় বাঁচা-মরার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন রুবিও।

‘প্রেসিডেন্টরা বলতে পারেন না যে তারা কী চান। এর একটা পরিণতি আছে,’ বলে রুবিও। এ সময় দর্শকরা করতালি দিয়ে তাকে উৎসাহিত করেন।

আজকের বিতর্কে ইসলাম ইস্যুতে ট্রাম্পের সাথে সুষ্পষ্ট দূরত্ব বজায় রাখেন রিপাবলিকান দলীয় অন্য প্রার্থীরা।

সন্ত্রাসবাদীদের পরিবারকে খুন করা দরকার বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার সাথেও দ্বিমত পোষণ করেন প্রতিদ্বন্দ্বী তিনজনই।

সূত্র: বিবিসি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে