2016-09-23_3_316523

 আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় পশ্চিম জাভা প্রদেশে মঙ্গলবার ও বুধবারের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে উদ্ধার কর্মীরা ২৭ জনের লাশ উদ্ধার করেছে। তারা এখনো নিখোঁজ ২২ জনের সন্ধানে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। শুক্রবার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র একথা জানান।
সুতোপো পুরউ নুগ্রহো জানান, গারুত জেলায় আকস্মিক বন্যায় ৯৫১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
তিনি টেলিফোনে সিনহুয়াকে বলেন, উদ্ধার অভিযানে সেনা, পুলিশ ও দমকলবাহিনীসহ বিভিন্ন সংস্থার মোট ১ হাজার ৬শ’ কর্মী অংশ নিয়েছে।
সুতোপো আরো জানান, এ প্রাকৃতিক দুর্যোগে ৩২ জন আহত এবং ৪৩৩ জনকে সরকারি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে