নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর কিশোরগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহযোগীতায় মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সৌজন্যে ইউনিয়ন পরিষদের সাথে অভিযোগ বক্্র স্থাপনের লক্ষ্যে মাগুড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ হলরুমে।
ইউনিয়ন পরিষদের অভিযোগ বক্স স্থাপনের ব্যাপার আলোচনায় অংশ নেয় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিয়া ও অত্র ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী,আইয়ুব আলী খাঁন,শরীফুল ইসলাম,দুলু মিয়া, আহাদ আলী,মমতাজুর রহমান সুজন,ফজলার রহমান,সংরক্ষিত মহিলা সদস্য নুরন্নাহার বেগম পলি, রোকছেনা আক্তার (জুলেয়)। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ম্যাপ দলনেতা আসাদুল্লাহ মিষ্টুর,মাগুড়া স্বাধীন বাংলা যুবক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক,যুগ্ম-সম্পাদক শফিউজ্জামান সাদেকুল মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সদস্য শারমিন আক্তার,তাহেরুল হক,কিশমত আলী প্রমূখ। অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক ও ম্যাপ দলনেতা আসাদুল্লাহ মিষ্টুর, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভিযোগ বক্স কি? এ ব্যাপারে আলোচনা করেন এবং বিষয়টি তাদের মাঝে অবগত করেন। এছাড়া অত্র ইউনিয়নের সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপনের ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সহযোগীতা চান। তাদের বক্তব্যের সাথে সুর মিলিয়ে ইউপি চেয়ারম্যান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই কর্মকান্ডে শুধু কিশোরগঞ্জ উপজেলা নয় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করতে হবে। এ ব্যাপারে আমার সকল ধরনের সহযোগীতা থাকবে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ প্লাটফর্ম ফর ডায়লগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে