international

বিডি নীয়ালা নিউজ(২৮ই এপ্রিল১৬- আন্তর্জাতিক প্রতিবেদনঃ  পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের পূর্বাঞ্চলে গোলাবর্ষণে একজন গর্ভবতী নারীসহ অন্তত চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, বোমার আঘাতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। হতাহতরা বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল থেকে সরকারি বাহিনী অধ্যুষিত অঞ্চলে যাচ্ছিলেন।

তবে সে সময় সেখানে কোনো ধরনের গোলাবর্ষণের কথা অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেনা সদস্যরা হালকা অস্ত্র দিয়ে গুলি ছুঁড়েছে কিন্তু ওই সময় সেখানে গোলাবর্ষণ করা হয়নি।

তবে বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে,সেনাবাহিনীর রাতভর হামলায় গ্রামটির অন্ততপক্ষে ছয়টি বাড়ি এবং একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য,২০১৪ সালে ইউক্রেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে।

সূত্র: বিবিসি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে