boma aleppa

বিডি নীয়ালা নিউজ( ২৮ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রীত আলেপ্পো শহরে ব্যারেল বোমা হামলা কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হযেছে আরো ৩০ জন। আলেপ্পোর মানবধিকার কর্মীরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এ হামলা চালানো হয়েছে।

এ নিয়ে গত কয়েকদিনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরে ৬০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়া বেসামরিক প্রতিরক্ষা মিডিয়া সেন্টারের পরিচালক ইব্রাহিম আল-হাজ্ব বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে প্রথম গুচ্ছ ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রথম হামলঅ যারা বেঁচে যায় তারা পাশের একটি ভবনে আশ্রয় নেয়। এ সময়  তাদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

কর্মীরা জানান, সর্বশেষ এই হামলার পর গত চারদিনে আলেপ্পোয় ৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার যুদ্ধবিমান হামলায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছে। সকালে নাশতা করার সময় ব্যারেল হামলা চালালে তারা নিহত হয়। এদের মধ্যে ১১ জন শিশু এবং ৪ জন নারী।

এরপর গত শুক্রবার আলেপ্পোয় সিরিয়া ও রাশিয়ান বিমান হামলা ২৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারায়।

 

 

সূত্র: আলজাজিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে