শরীফ. আমতলী প্রতিনিধি: ভাষার মাস ফেব্রুয়ারি । সেই ফেব্রুয়ারি মাসের তৃতীয় দিন শুক্রবার রাত ৭:৩০ মিনিটে আমতলী উপজেলা প্রেসক্লাবে লেখক, কবি, গীতিকার, ছড়াকার, এ অঞ্চলের গ্রামীন হয়লা ও বাউর গানের জনক জনাব মোঃ আবুল কাশেমের ২৬,২৭,ও২৮তম গ্রন্থ অতলে অন্তরীন, গীতি কবিতা, কুহেলিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

২০২৩ বইমেলায় বইগুলো প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স। আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. কবির দেওয়ানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, লেখকের সহধর্মিনী মাকসুদা শিল্পী .আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু সাইদ খোকন , আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহা: সুমন রশিদ প্রমুখ।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আমতলী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃনিয়াজ মোর্শেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজীব মিয়া ,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সালেহ অর্থ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক সাকিব ইসলাম ,সহ-দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন লিমন,ক্রিড়া সম্পাদক মোঃ হাসান খান্না, সদস্য মোঃ আব্দুর রহমান, মো. আসাদুজ্জামান, মেহেদী হাসান নিরব, পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, আল মাহমুদ শাওন, মো. রাসেল, তৌফিক-ই এলাহি প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে