ডেস্ক রিপোর্টঃ বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ১৬৬ টাকা। স্বর্ণের নতুন এই দাম সোমবার (৬ আগস্ট) থেকে সারাদেশে কার্যকর হবে।

আজ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর জানানো হয়েছে। এর আগে গত ২০ জুলাই স্বর্ণের দাম কমেছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের। এর আগে চলতি বছরের ২১ জুন স্বর্ণের দাম কমেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকা। আজ রবিবার পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি মূল্য ছিল ৪৮ হাজার ৬৩৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমেছে। ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতেও একই পরিমাণে দাম কমেছে।

তবে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম রয়েছে ২৭ হাজার ৫শ’ ৮৫ টাকা। এদিকে, বেশ কিছুদিন ধরে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি রূপার দাম রয়েছে ১ হাজার ৫০ টাকা।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে