01.Supreme-Court-of-Bangladesh-300x199

বিডি নীয়ালা নিউজ(৮ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিবেদকঃ  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নিয়েছেন নতুন তিন বিচারপতি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

সোমবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা নতুন তিন বিচারককে শপথ বাক্য পাঠ করান। নতুন তিন বিচারপতি হলেন- হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। এখন থেকে তার আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো ৯ জন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের অপর বিচারকরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বিচারপতি হোসেইন হায়দার হাই কোর্টের জ্যেষ্ঠতার ক্রমে দ্বিতীয়, বিচারপতি মো. নিজামুল হক ৩০তম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ৩১তম ক্রমে আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে