2016-09-25_5_388787

ডেস্ক স্পোর্টসঃ  আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন টাইগার দলের ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৯ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন এই বাঁ-হাতি ওপেনার।
রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রকেট বাংলাদেশ আফগানিস্তান ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে তিন ফরম্যাট মিলে ৯ হাজার রান থেকে মাত্র ১৫ রান দূরে ছিলেন তামিম।
শুরু থেকে পরিণত ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের সংগ্রহকে সমৃদ্ধ করতে থাকেন তামিম। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের ৩৩তম ওডিআই হাফ সেঞ্চুরি পূরনের পাশাপাশি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটের ক্রিকেট মিলিয়ে ৯হাজার রান পূর্ন করতে সক্ষম হন তামিম ইকবাল।
সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিং শুরু করার পর দলীয় ১ রানে কোন রান না নিয়েই সৌম্য প্যাভিলিয়নে ফিরে গেলেও ব্যাট হাতে অবিচল ছিলেন তামিম। ইমরুল কায়েসের সঙ্গে জুটি বদ্ধ হয়ে স্বাগতিক দলকে ৮৪ রানে পৌছে দেয়ার পর ২য় উইকেট হিসেবে ক্রিজ ছাড়েন ইমরুল। নবীর বলে বোল্ড হওয়ার আগে ইমরুল করেন ৩৭ রান। এ সময় ৪৪ রানে অপরাজিত ছিলেন তামিম। এরপর লেগ স্পিনার রশিদ খানের বলে দর্শনীয় লেট কাট করে চার মেরে হাফ সেঞ্চুরি করেন তিনি।
এক পর্যায়ে সেঞ্চুরির পথে হাটলেও শেষ পর্যন্ত সেটি পূর্ণ করতে ব্যর্থ হন তামিম ইকবাল। ব্যক্তিগত ৮০ রান পূর্ণ করার পর দলকে ১৬৩ রানে পৌছে দিয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ৩৬তম ওভারের প্রথম বলেই মিরওয়াইস আশরাফের বল তুলে মারতে গিয়ে নবীন উল হকের তালুবন্দী হন স্বাগতিক ওপেনার।

 

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে