asian-cup1

বিডি নীয়ালা নিউজ(১৯ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ  আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এর সবকটি খেলা । এ নিয়ে টানা তিনবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ।

২০১২, ২০১৪-র পর এবার ২০১৬ সালে। বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন করে তুলনামূলক খরচ কম বলেই বারবার এখানে আয়োজন করা হয়।

বাছাইপর্বের দলগুলো বুধবার ঢাকায় পৌঁছায়। কাল তারা অনুশীলন করেছে। টি ২০ র‌্যাংকিংয়ে আফগানিস্তান বাংলাদেশেরও উপরে। তারা এখন নবম স্থানে রয়েছে। দুটি টেস্ট মর্যাদা পাওয়া দেশকে টপকে মোহাম্মদ নবীর আফগানরা টি ২০তে এগিয়ে রয়েছে। তবে র‌্যাংকিংয়ে হংকংও ভালো অবস্থানে। তাদের অবস্থান ১২তম।

এশিয়া কাপের গত আসরে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। এবার অবশ্য আফগানিস্তানের অধিনায়ক হয়ে এসেছেন আসগর স্টানিকজাই। মোহাম্মদ নবী পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। দলের অন্যতম এই অলরাউন্ডারের ওপরই সবার নজর থাকছে। পেস ও স্পিন আক্রমণ মিলিয়ে আফগানিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। তাদের কয়েকজন ভালো মানের পেস বোলার রয়েছে। এছাড়া অধিনায়ক স্টানিকজাই ও গুলবাদিন নায়েব বাটিংয়ে ধরে খেলতে পারেন। হংকংয়ের চেয়ে আফগানদেরই এগিয়ে রাখছেন অনেকে। তবে হংকংও টি ২০তে ভালো দল। দলের অধিকাংশ ক্রিকেটাররই নবীন। অধিনায়ক তানওয়ার আফজাল সর্বশেষ ম্যাচগুলোতে দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্স করেছেন। এছাড়া দলের কিছু অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে ভালো কিছুই স্বপ্ন দেখছে তারাও।
এদিকে র‌্যাংকিংয়ে ১৬তম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওমান র‌্যাংকিংয়েই নেই। টি ২০ ফরম্যাট হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকেও অনেকে এগিয়ে রাখছে এই টুর্নামেন্ট।
এশিয়া কাপের ফিকশ্চার [বাছাইপর্ব]
১৯ ফেব্রুয়ারি  : আফগানিস্তান-আরব আমিরাত  (বেলা ৩টা)
হংকং-ওমান  (সন্ধ্যা ৭টা ৩০)
২০ ফেব্রুয়ারি  : আফগানিস্তান-ওমান (বেলা ৩টা)
২১ ফেব্রুয়ারি  : হংকং-আরব আমিরাত (বেলা ৩টা)
২২ ফেব্রুয়ারি  : আফগানিস্তান-হংকং (বেলা ৩টা)
আরব আমিরাত-ওমান (সন্ধ্যা ৭টা ৩০)
(১৯-২১ তারিখের ম্যাচ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, ২২ তারিখের ম্যাচ মিরপুরে)
মূল পর্ব
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ-ভারত    ২৫ ফেব্রুয়ারি : শ্রীলংকা-কোয়ালিফায়ার দল
২৬ ফেব্রুয়ারি  : বাংলাদেশ-কোয়ালিফায়ার দল
২৭  ফেব্রুয়ারি : ভারত ও পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি  : বাংলাদেশ-শ্রীলংকা    ২৯ ফেব্রুয়ারি : পাকিস্তান-কোয়ালিফায়ার দল
১ মার্চ  : ভারত-শ্রীলংকা
২ মার্চ  : বাংলাদেশ-পাকিস্তান
৩ মার্চ : ভারত-কোয়ালিফায়ার দল
৪ মার্চ : পাকিস্তান-শ্রীলংকা
৬ মার্চ : টিসিবি-টিবিসি (ফাইনাল)
(সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে