ডেস্ক রিপোর্টঃ সংসদ সদস্য হিসেবে আজ (রবিবার) শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়াবেন।

সাবেক এই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মনজুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নবনির্বচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ওই দিন এরশাদ শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করে। জাতীয় সংসদের ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৭টি। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে ২২টি সংসদীয় আসনে। আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদ গঠিত হবে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে